বিনোদন

প্রেম নয় প্রোমোতে ঝড়, দেবের মন্তব্যে শুভশ্রীর অভিমান

দীর্ঘ এক দশক পর বড় পর্দায় ফিরেছেন টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। তাদের অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তির পর যেমন দর্শকের ভালোবাসা কুড়াচ্ছে, তেমনি ছবির প্রচারে দেওয়া দেবের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়।

এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, আজ যদি ‘ধূমকেতু’ নতুন করে তৈরি হতো, তিনি কি শুভশ্রীকেই নায়িকা হিসেবে বেছে নিতেন? এর জবাবে দেব বলেন, “শুভশ্রী এখন দুই সন্তানের মা। আগের মতো সরলতা মুখে আর নেই। হয়তো তাকে এখন ভিন্ন চরিত্রে ভাবতে হতো।”

দেবের এই মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে শুভশ্রীর অনুরাগীরা। সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই মন্তব্যটিকে ‘অসম্মানজনক’ ও ‘অনুচিত’ বলে দাবি করেন।

এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানান শুভশ্রীও। তিনি বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে একজন সহশিল্পীর কাছ থেকে এমন মন্তব্য শোভন নয়। আমি চরিত্র নিয়ে কখনও আপত্তি করিনি। কিন্তু সম্মান থাকা জরুরি।”

বিতর্ক আরও বেড়ে গেলে দেব আবার মুখ খোলেন। তিনি জানান, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। অভিনেতার ভাষ্য, “আমি শুধু শুভশ্রী নয়, নিজেকেও বলেছি সময়ের সঙ্গে সবাই বদলায়। আমি সবসময়ই ওকে সম্মান করি এবং এখনো সেটা করি।”

দেব আরও জানান, ঘটনার পর তিনি নিজেই শুভশ্রীকে ফোন করেন এবং বিষয়টি নিয়ে কথা বলেন। শুভশ্রী তাকে জানিয়েছেন যে তিনি এতে কষ্ট পাননি, সবকিছুই স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, প্রায় ১০ বছর আগে শুটিং সম্পন্ন হওয়া ‘ধূমকেতু’ অবশেষে সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং দাপটের সঙ্গে চলছেও।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন