দেশে চিকিৎসা চললে নুরের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে : রাশেদ
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন অভিযোগ করেছেন, সরকারের পক্ষ থেকে নুরকে বিদেশে পাঠানোর ঘোষণা এসেছে। রাষ্ট্রপতিও নুরকে ফোন করে বলেছেন, বিদেশে নেওয়া হবে। তবে গণঅধিকার পরিষদ আশঙ্কা করছে দেশে চিকিৎসা চললে নুরের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আগেও দেখা গেছে, ইনজেকশন পুশ করে জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে। তাই মনে হচ্ছে নুরের ওপর টার্গেট ক্লিন উদ্দেশ্যে হামলা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাশেদ বলেন, ‘হাসিনার আমলে নূর বাইশবার হামলার শিকার হয়েছে, শরীর ক্ষতবিক্ষত। এখন তার উন্নত চিকিৎসা প্রয়োজন। আমরা মনে করি তাকে সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যে নিতে হবে।’ সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা বললেও তারা সেটি করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
তিনি বলেন, ‘আমরা যখন ব্রিফিং করছি তখন সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের ওপর হামলা করল। এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে ‘মব’। এটা কোনোভাবেই ‘মব’ হতে পারে না। যদি মব হয়েই থাকে, তাহলে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটিকে প্রত্যাখ্যান করছি’।
তিনি আরও বলেন, ‘এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম, এর মধ্যে এখনো সেনাপ্রধান তার অবস্থান স্পষ্ট করেননি। কেন তিনি তার অবস্থান স্পষ্ট করছেন না, সেটি আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের। আমরা সেনাপ্রধানকে আবারও বলতে চাই, আপনি অনতিবিলম্বে আমাদের ওপর যে হামলা হয়েছে সেই হামলায় আপনার অবস্থান স্পষ্ট করুন’।
গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, ‘সুস্থ হওয়ার পর নুর বাদী হয়ে মামলা করবেন। তবে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা নেয়া হবে কি না তা সন্দেহ রয়েছে।’
আই/এ