নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে: রাশেদ খাঁন
হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও পুরোপুরি সুস্থ নন। তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, নুরের নাক দিয়ে এখনও রক্তপাত হচ্ছে, নাক বাঁকা হয়ে গেছে, মাথায় আঘাত, হাঁটাচলা এবং মুখ খোলায় সমস্যা রয়েছে।
তিনি বলেন, গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে নুরুল হক নুর সম্পূর্ণ সুস্থ, কিন্তু এই কথার কোনো সত্যতা নেই। নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নয় তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে।
তিনি আরও বলেন, আমি একটু আগে তাকে দেখে আসলাম সেখানে ডাক্তাররাও ছিলেন। নাক থেকে তার জমাট বাধা ব্লাড বের হলো। সঙ্গে সঙ্গে হাসপাতালে ডিরেক্টরকে ফোন দিলাম তিনি এলেন এবং অন্যান্য ডাক্তাররাও ছিলেন। ডিরেক্টর সঙ্গে সঙ্গে অন্য চিকিৎসকদেরও ডাকলেন এবং আমরা বললাম তার এই অবস্থা। তিনি নুরুল হক নূরের যে ধরনের চিকিৎসা দরকার তিনি সেই নির্দেশনা দিলেন। অথচ আমরা লক্ষ্য করলাম গণমাধ্যমে বলা হয়েছে- নুরুল হক নুর সুস্থ কিন্তু তিনি তো এখনো আগের মতোই রয়েছেন।
তিনি দাবি করে বলেন, নুরুল হক নুরকে যে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে এটা করে কোনো লাভ হবে না। হামলার বিচার হতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
রাশেদ খাঁন জানান, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নুরকে নেওয়ার দাবি জানানো হয়েছে। তিনি এখন প্লেনে ওঠার মতো অবস্থাতে নেই। শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশে পাঠানো হতে পারে।
এমএ//