আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় হুতির ১২ মন্ত্রী নিহত!

ইসরাইলি হামলায় ইয়েমেনের বিদ্রোহী সরকার হুতির ১২ মন্ত্রী নিহতের আশঙ্কা করা হচ্ছেইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালায় ইসরাইল। হুতি সরকারের গুরুত্বপুর্ণ মন্ত্রীরা এক সভায় মিলিত হচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে হামলা করে ইসরাইলি সামরিক বাহিনী, আইডিএফ।  এ হামলায় এখন পর্যন্ত হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

চ্যানেল ১২’র প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরাইলি সেনাবাহিনীর ধারণা,  শুধু প্রধানমন্ত্রী নন, বিদ্রোহী সরকারের মন্ত্রিসভার আরও ১২ সদস্য নিহত হয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে ইসরাইলি সামরিক বাহিনী, আইডিএফ। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন