পুরনো রসায়নে নতুন উত্তেজনা ঐন্দ্রিলা- বিক্রমের
দীর্ঘ বিরতির পর আবারও ঐন্দ্রিলা সেন ও বিক্রম চট্টোপাধ্যায় ছোটপর্দায় ফিরছেন। ‘ফাগুন বউ’ ধারাবাহিকের পর এবার তারা নতুনভাবে ফিরে আসছেন। যদিও গেল ছয় বছর ধরে বড়পর্দা ও ওয়েব সিরিজে ব্যস্ত ছিলেন। তাদের পর্দার রসায়ন এতটাই জনপ্রিয় যে তাদের ভক্তরা আবারও তাদেরকে একসাথে দেখার জন্যে উত্তেজিত।
তাদের জুটির কেমিস্ট্রি এতদিন ধরে দর্শকদের মুগ্ধ করেছে, যা অঙ্কুশ নিজেও স্বীকার করেছেন।
তিনি বলেন, “বিক্রম ও ঐন্দ্রিলার জুটি বরাবরই দর্শকদের ভালোবাসা পেয়েছে। নতুন কোনও জুটির পক্ষে তাদের জনপ্রিয়তা ছাপিয়ে যাওয়া কঠিন।”
অঙ্কুশ আরও জানান, তারা তিনজন খুব ভালো বন্ধু এবং ঐন্দ্রিলা ও বিক্রমের নতুন কাজের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। তাদের জনপ্রিয়তাকে কাজে লাগানো উচিত এবং কাজের সুযোগ পেলে তারা অবশ্যই গ্রহণ করবেন।
ইতোমধ্যেই নতুন রিয়্যালিটি শো সঞ্চালনায় তাদের প্রত্যাবর্তনে সাড়া ফেলেছে। দর্শকরা এখন কিভাবে এই পুরনো জুটিকে নতুন রূপে গ্রহণ করবে সেটাই দেখার বিষয়।
এসকে//