যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে যে প্রস্তাব দিলো ট্রাম্প
আর মাত্র কয়েক ঘণ্টা পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতারা। বৈঠকের আগে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে ক্রিমিয়ার দাবি ছেড়ে দিতে বলেছেন ট্রাম্প। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। রয়টার্স।
পাশাপাশি ইউরোপের বৃহৎ সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার আশা ছাড়তে হবে ইউক্রেনকে। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুদ্ধ বন্ধে সোমবার হোয়াইট হাউসে প্রথমে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর তিনি ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতাদের সঙ্গে কথা বলবেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে বিষয়গুলো নিশ্চিত করেছে।
এর আগে, রোববার ট্রাম্প প্রশাসন জানায়, রাশিয়া ও ইউক্রেন কোনপক্ষই ছাড় দিতে রাজি নয়। কিন্তু ট্রাম্প পরোক্ষভাবে যুদ্ধ বন্ধের পুরো দায়িত্ব জেলেনস্কির ওপর ছেড়ে দেন।
এনএস/