নারীদের জন্য বিয়েই নিরাপদ : কঙ্গনা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও এক বিতর্কিত মন্তব্যের মাধ্যমে সংবাদমাধ্যমে শিরোনাম এসেছেন। সম্প্রতি আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যর একটি বিতর্কিত মন্তব্য সামনে আসে।
যেখানে তিনি দাবি করেন, ২৫ বছরের কাছাকাছি বয়সী নারীরা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী খুশবু পাটানি। এবার কঙ্গনা রানাউত এক নতুন বিতর্ক যোগ করেছেন। তিনি একত্রবাসকে নারীদের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন।
কঙ্গনা জানান, “একত্রবাসে নারীদের যে ধরনের ঝুঁকি মোকাবিলা করতে হয় তাতে বিয়েই সবচেয়ে নিরাপদ পথ।”
অতীতে একাধিকবার বিতর্কিত মন্তব্যের জন্য আলোচিত কঙ্গনা। এবার নারীদের জন্য সামাজিক নিরাপত্তা এবং সম্পর্কের দীর্ঘমেয়াদী মূল্য নিয়ে তার মতামত প্রকাশ করেছেন। “পুরুষেরা নারীদের অন্তঃসত্ত্বা করে চলে যেতে পারে কিন্তু নারীরা কখনো তাদের দায়িত্ব পালিয়ে যেতে পারে না,” বলেন তিনি।
নারীরা যতই শক্তিশালী বা আধুনিক হোক একত্রবাস তাদের জন্য নিরাপদ ও নিরাপত্তামূলক নয়। "বিয়ে হলে পুরুষ ও নারীর মধ্যে দায়িত্ব ভাগাভাগি হয়, যা একত্রবাসে সম্ভব নয় এমনটিও মন্তব্য করে বলেন কঙ্গনা।
এসকে//