সারপ্রাইজ আসছে, গুঞ্জন নিয়ে মুখে কুলুপ তানজিন তিশার
অভিনেত্রী তানজিন তিশা প্রায় দেড় মাস ধরে কোনও কাজ করছেন না। ঈদের আগেই তিনি বিদেশে গিয়েছিলেন। দেশে ফিরে আর শুটিংয়ের কোনও কাজেও অংশ নেননি। তার এই দীর্ঘ বিরতি মূলত ভালো কাজের জন্য প্রস্তুতি নেয়ার একটি অংশ।
তিশা নিজে বলেন, "প্রতিটি শিল্পীরই ভালো কাজের জন্য মাঝে মাঝে বিরতি প্রয়োজন। এতে নতুন কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা যায়।"
এদিকে ‘ভালোবাসার মওসুম’ সিনেমায় বলিউড অভিনেতা শরমন যোশীর বিপরীতে অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে, তবে তিশা এ বিষয়ে মুখে কুলুপ রেখেছেন। "নিউজ হয়েছে। তবে সেগুলোর সত্যতা কতটা, তা দর্শকই ভালো জানেন," এটাই তার মন্তব্য।
তিনি আরও বলেন, "হয়তো নতুন সারপ্রাইজ নিয়ে আসব," যার ফলে দর্শকদের মনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সিনেমা নিয়ে তার আগ্রহের বিষয়ে তিশা জানান, "যদি ভালো গল্প পাই এবং ক্যারিয়ারে নতুন কিছু সংযোজন হয় তবে অবশ্যই বাংলাদেশি সিনেমা করতে আগ্রহী।"
এছাড়া শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিশা বলেন, "নাটক বা সিরিজের কাজের সময় অনেক পরিশ্রম করতে হয়। দর্শকরা কখনো জানেন না, একটি দৃশ্যের পেছনে কতটা কষ্ট ও ঝুঁকি থাকে।"
তিশা শরমন যোশীর সঙ্গে কাজের গুঞ্জনও তার ক্যারিয়ারের জন্য ইতিবাচক বলেই মনে করেন। "এটি যদি সত্যিই হয় তবে তা আমার জন্য খুশির খবর বলেও জানান তিশা।
এসকে//