বিনোদন

সন্তান আছে প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার দিবো : তানজিন তিশা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানিয়েছেন, যদি কেউ তার সন্তান আছে প্রমাণ করতে পারে তবে তিনি ২০ ডলার পুরষ্কার দিবেন।

ঘটনাটির সূত্রপাত শুরু হয়েছিল একটি টক শোতে। যেখানে সঞ্চালক হিসেবে ছিলেন জায়েদ খান। জায়েদের সাথে আলাপকালে একপর্যায়ে তিনি তার ইচ্ছা পোষণ করে জানান, পাঁচ বছর পর মা হতে চান। অবশ্য সে জায়েদ খানের প্রশ্নের জবাবে এ কথা বলেছিলেন। তার প্রশ্নটি ছিল পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? তার জবাবেই তিশা এমনটি বলেছিলেন। আর এরপর থেকেই আলোচনার ঝড় উঠে।  

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার সোশ্যাল মিডিয়াতে কয়েকটি ছবি প্রকাশ করে বলেন,ওই ছবিগুলো তিশার সন্তানদের। 

তিনি প্রশ্ন তোলেন, কীভাবে একজন সেলিব্রেটি তার সন্তানকে অস্বীকার করতে পারেন?

জাওয়াদ নির্ঝর আরও বলেন, ছবিগুলো তানজিন তিশার সাবেক স্বামী এবং পুত্র সন্তানের,যা তিশার মিডিয়ায় আসার আগের সময়ের। এটি সেই সন্তান, যাকে তিশা তার পুরনো সংসারে জন্ম দিয়েছেন এবং এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।

এই দাবির পর, তানজিন তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে ক্ষিপ্ত হয়ে চ্যালেঞ্জ দিয়ে পোস্টে লিখেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে তার সন্তান আছে, তাহলে সে ২০ হাজার ডলার দেবেন। 

তিনি আরও বলেন, যে সব লোকেরা আমার পরিবারের ছবি ব্যবহার করে মিথ্যা খবর রটাচ্ছে এবং সেটা দিয়ে অর্থ উপার্জন করছে, তাদের বলছি প্রমাণ দেখাও! যদি দেখাতে পারো, তবে আমি আপনাদের টাকা দেব।

আর যদি প্রমাণ দিতে না পারো, তবে তোমরা নিজের গালে চড় মারো!

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন