মারা গেছেন সুপারম্যানের কিংবদন্তি খলনায়ক
৮৭ বছর বয়সে প্রয়াত হলেন ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প। রোববার (১৭ আগস্ট) সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে। স্ট্যাম্পের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “তার অসাধারণ কীর্তি মানুষের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।”
উল্লেখ্য, ‘সুপারম্যান’ সিরিজে খলনায়ক জেনারেল জড চরিত্রে বিশ্বব্যাপী পরিচিত টেরেন্স স্ট্যাম্প ১৯৬২ সালে ‘বিলি বাড’ চলচ্চিত্র দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই তিনি অস্কার এবং বাফটা মনোনয়ন লাভ করেন। তার অভিনয় জীবনে ৬০ বছর জুড়ে রয়েছে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। যেমন- ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’ এবং ‘ভ্যালকিরি’।
ষাটের দশকে শুধু অভিনয় নয় তার ফ্যাশন সেন্স ও সম্পর্কের গল্পও শিরোনামে ছিল। জুলি ক্রিস্টি এবং জিন শ্রিম্পটন সহ তার ব্যক্তিগত সম্পর্ক ছিল সংবাদমাধ্যমে আলোচিত।
এসকে//