দেশজুড়ে

নিখোঁজের ৩ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পরে মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস। বুধবার (০৬ আগস্ট) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন খুলনা থেকে আসা এ পর্যটক।

শাহাদাত হোসেন বলেন, সকালে ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ হন পর্যটক সামাদ সিদ্দিকী পারভেজ। প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে মৃত অবস্থায় একই জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। পরবর্তী আইনগত প্রক্রিয়া  গ্রহণের জন্য পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার খুলনা থেকে সাত বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা আসে, আজ বুধবার সকালে সমুদ্র সৈকত এলাকার জিরো পয়েন্টে বন্ধুরা  গোসলে নামেন। হঠাৎ ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় সামাদ। 

এরপর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে স্থানীয় উদ্ধারকর্মীরা কুয়াকাটা সৈকতে উদ্ধার তৎপরতা চালায়। বেলা ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন