দেশজুড়ে

সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

কক্সবাজার সমুদ্র সৈকতের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী সুইজারল্যান্ড পয়েন্টে মাছ ধরতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে গেছে দুই স্কুল শিক্ষার্থী।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে ছয় কিশোর সমুদ্রে মাছ ধরতে নামে। এসময় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে স্থানীয় নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) ও নাজির হোসেনের ছেলে মোহাম্মদ সায়েম (১৫) পানির স্রোতে ভেসে যায়। তারা দুজনই স্থানীয় মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ওসি জিয়াউল হক বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর খোঁজে পুলিশের একটি টিম স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন