রাজনীতি

এনসিপির পদযাত্রায় হামলা

ব্লকেড সরিয়ে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান নাহিদের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান কর্মসূচি চলাকালীন সহিংস হামলার প্রতিবাদে ‘সারা দেশ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) নাহিদের বরাতে এ কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। -নাহিদ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী আরেক ফেসবুক পোস্টে লিখেছেন, ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।

দলটির নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ পদযাত্রাকে দমন করতে উদ্দেশ্যমূলকভাবে হামলা চালানো হয়েছে। তবে নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না, রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ছিল এনসিপির। গতকাল দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজে এই অংশের নামকরণ করা হয় ‘মার্চ টু গোপালগঞ্জ’।

কিন্তু সকালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোপালগঞ্জ সদরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরেও হামলার ঘটনা ঘটে। 

এ দিন দুপুরে শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির মঞ্চে হামলা চালানো হয়। ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা সেখানে ভাঙচুর চালিয়ে সাউন্ড সিস্টেম, চেয়ার ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করে এবং এনসিপি নেতাকর্মীদের মারধর করে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাদের নিরাপদে সরিয়ে নেয়।

আধা ঘণ্টা পরেই, একই স্থানে পুলিশের নিরাপত্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নাহিদ ইসলাম, সারজিস আলম এবং আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে মাদারীপুরের উদ্দেশে যাত্রা শুরুর সময় এনসিপির গাড়িবহরে আবারও হামলার চালানো হয়। ছাত্রলীগের শত শত কর্মী তাদের ওপর চড়াও হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সরে গেলে এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নেয়।

হামলাকারীরা এরপর সমাবেশ মঞ্চসহ পার্শ্ববর্তী স্থানে আগুন ধরিয়ে দেয়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেখানে শুরু হয় ব্যাপক সংঘর্ষ, যেখানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে পরিস্থিতি সামাল দিতে অভিযান চালায়। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারেও হামলার খবর পাওয়া যায়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন