ক্যাম্পাস

এনসিপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি: বায়ান্ন টিভি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মী ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় ৪৫ মিনিট ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে, তা পূর্বপরিকল্পিত এবং ন্যাক্কারজনক। তারা অবিলম্বে এ ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের—আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হামলার বিচার না হলে, আমরা সারা বাংলার ছাত্র সমাজকে সাথে নিয়ে দেশব্যাপী ব্লকড কর্মসূচি পালন করব। রাস্তায় নামলে কে কোথায় থাকবে, তা আর বলা যাবে না।”

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো বুক ফুলিয়ে ঘুরছে। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ দর্শকের ভূমিকায়। কাউকে গ্রেফতার করা হয়নি, যে কারণে আজ এই অবস্থা।”

এসময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলাকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিরোধী চক্রান্ত বলে উল্লেখ করেন বক্তারা। দাবি জানান, আগামী প্রজন্মের রাজনীতি থেকে সহিংসতা দূর করতে হলে এখনই এর বিচার করতে হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন