ইউক্রেন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
আগামী ১৪ জুলাই ইউক্রেন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কেলোগ এবং এক সপ্তাহ সেখানে অবস্থান করবেন তিনি। তার সফরের মূল উদ্দেশ্য হলো ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করা, যেখানে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সরবরাহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (১১ জুলাই) এক ভিডিও ভাষণে জানিয়েছেন, ইতোমধ্যেই কিছু চুক্তি সম্পন্ন হয়েছে এবং আরও কয়েকটি চুক্তি নিয়ে আলোচনা চলছে।
বিশেষত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং যুদ্ধক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার জন্য এসব চুক্তি বাস্তবায়িত হবে।
জেলেনস্কি আরও জানান, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও নতুন ধরনের প্রতিরক্ষাসহায়তার প্রস্তুতি চলছে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েও কাজ করা হচ্ছে।