লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত ১
দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার আল-নুমাইরিয়া এলাকায় শুক্রবার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, হামলায় এক গাড়িতে অবস্থানরত একজন নিহত হয়েছেন। নিহতের নাম মূহাম্মদ শোয়েব বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত শোয়েব লেবানন ও অধিকৃত পশ্চিম তীরের মধ্যে অস্ত্র পাচারে সহায়তা করতেন।
হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধবিরতিসত্ত্বেও এই হামলা চালানো হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।
এসি//