আন্তর্জাতিক

নতুন যৌথ পরিকল্পনায় রাশিয়া-উত্তরকোরিয়ার চুক্তি স্বাক্ষর

রাশিয়া ও উত্তরকোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চো সন হুই শুক্রবার (১২ জুলাই) যৌথ পরিকল্পনায় একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যা দুই দেশের পারস্পরিক স্বার্থের বোঝাপড়া ও সমন্বয় আরও দৃঢ় করবে।

এসময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, এই চুক্তির মাধ্যমে রাশিয়া ও উত্তরকোরিয়ার নিরাপত্তা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার হবে।

অন্যদিকে উত্তরকোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেছেন, এই সহযোগিতা দুই দেশের স্বার্থকে আরও মজবুত করবে এবং তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এর ফলে দুই দেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করার দিকে আরও এগিয়ে যাবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন