অর্থনীতি

দর কষাকষির মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্ক নির্ধারণ করা হবে : অর্থ উপদেষ্টা

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটি চূড়ান্ত নয়। দর কষাকষির মাধ্যমে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন,  যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টা আছেন। উনি ৩ দিন আগে গেছেন। আজকেই কমার্স টিম যাচ্ছে। ৮ তারিখে মিটিং। ওদের ৮ তারিখ মানে আগামীকাল বুধবার খুব ভোরবেলা। মিটিংয়ের পর একটা সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, ‘ ইউএসটিআরের (মার্কিন যুক্তরাষ্ট্রের বানিজ্য প্রতিনিধি) সঙ্গে আলাপ বাণিজ্য উপদেষ্টা আলাপ করবেন শুল্ক নির্ধারনের আগে এটি বাধ্যতামূলক বৈঠক। এর আগের দিনও তিনি কথা বলেছেন। কালকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে তিনি প্রত্যাশা করেন।

৮ তারিখের বৈঠকে উন্নতি হওয়ার আশা করা যায় কি না এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন বলেন, ‘আমরা আশা করি। যাই হোক, সেটার প্রেক্ষিতে আমরা অন্যান্য পদক্ষেপগুলো নেব। এখন বৈঠকটা মোটামুটি পজেটিভ। ৬ তারিখ একটা মিটিং হয়েছে, মোটামুটি পজেটিভ আছে।

ভিয়েতনাম চেষ্টা করে ২৬ শতাংশ কমিয়েছে, বাংলাদেশের কেন মাত্র ২ শতাংশ কমানো হলো এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘না না নেগোসিয়েশন….এটা ঠিক যে আমাদের ডেফিসিট (বাণিজ্য ঘাটতি) মাত্র পাঁচ বিলিয়ন ডলার। ভিয়েতনামের ১২৫ বিলিয়ন ডলার। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে পারে, মানে রাজি হয়েছে। কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিট, এত শুল্ক দেওয়ার তো জাসটিফিকেশন থাকে না।

তিনি বলেন, ‘ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতোগুলো করেছে। চায়নার জন্য আলাদা। একেবারে চায়নার একটা সিঙ্গেল হ্যান্ডেলে ডিল করে ওরা। আর বাকিরাএটা যেটা করেছে ১৪টা দেশের একই বলেছে। এখন আমরা নেগোশিয়েট করব।

ট্রাম্পের চিঠির শর্ত পূরণ সম্ভব কি না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তো আমি কিছু বলতে পারব না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন