বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করলো পাকিস্তান
চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সালমান আগাকে অধিনায়ক করে ঘোষণা করা এ দলে জায়গা পাননি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। এ ছাড়া ইনজুরিতে থাকায় নেই অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান পেসার সালমান মির্জা ও ব্যাটসম্যান আহমেদ দানিয়াল। পিএসএলের নবম আসরে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন তিনি।
আগামী ১৬ জুলাই পাকিস্তান দলের বাংলাদেশে পৌঁছানোর কথা। মিরপুর শেরেবাংলায় ২০, ২২ ও ২৪ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।