ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করেছে সরকার: অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। বলেছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতি ও রাজনীতিকে আলাদা করে দেখা প্রয়োজন। বাণিজ্যের ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নিতে হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ভারত থেকে চাল আমদানি না করে যদি ভিয়েতনাম থেকে আনা হয়, তাহলে প্রতি কেজিতে অতিরিক্ত প্রায় ১০ টাকা ব্যয় হবে।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক একেবারে খারাপ হয়ে গেছে—এমনটি নয়। তবে সরকার চেষ্টা করছে যেন কোনোভাবেই সম্পর্ক অস্বাভাবিক পর্যায়ে না যায়।
প্রধান উপদেষ্টা নিজেও ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগী বলে উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না।
এমএ//