নতুন ধরনের মিসাইল দিয়ে ইসরাইলে হামলা
ইসরাইলের দক্ষিণে বেরশেবা শহরে নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতির বিবৃতি মতে, শনিবার সকালে ‘ধু আল ফিকার’ ব্যালিস্টিক মিসাইল দিয়ে সফলভাবে শত্রুর স্পর্শকাতর নিশানায় আঘাত করা হয়। হামলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। গেলো সপ্তাহে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে বেরশেবা, জাফা ও হাইফা এলাকায় থাকা বিভিন্ন স্থাপনায় হামলার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়।
হামলার পর ইসরাইলের সামরিক বাহিনী, আইডিএফ বলছে, তারা সফলভাবে ব্যালিস্টিক মিসাইলটি ঠেকিয়ে দিয়েছে। হামলায় কেউ আহত হয়নি।
গাজায় আগ্রাসনের প্রতিবাদে ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরাইল ও দেশটি বিভিন্ন জাহাজে হামলা হামলা করে আসছে হুতি।
ধু আল ফিকার ইরানের তৈরি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি একটি ক্ষেপণাস্ত্রটি ইরানের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। হিজবুল্লাহ এবং ইরান-সমর্থিত অন্যান্য গোষ্ঠী এই মিসাইলটি ব্যবহার করে থাকে।
এনএস/