আন্তর্জাতিক

ইরানে মোসাদের তিন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত

ইরানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় উরমিয়া শহরে এ দণ্ড কার্যকর করা হয়। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের এ তথ্য নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—এদ্রিস আলী, আজাদ শোজায়ী ও রসুল আহমাদ। 

অভিযোগ অনুযায়ী, তারা ইরানি নাগরিকদের হত্যা পরিকল্পনায় যুক্ত ছিলেন এবং বিদেশ থেকে বিপজ্জনক সরঞ্জাম আমদানি করেন। সম্প্রতি তাদের গ্রেপ্তারের পর পুরো বিচার প্রক্রিয়া শেষে আদালতের রায় অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এদিকে ইরান-ইসরায়েলের মধ্যকার ১২ দিনের সামরিক সংঘাত শেষ হয়েছে ২৪ জুন। ১৩ জুন শুরু হওয়া এ সংঘাতে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০৬ জন ইরানি এবং আহত হয়েছেন ৫,৩৩২ জন।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারকান্দি জানান, সংঘাতের শেষ ২৪ ঘণ্টাই ছিল সবচেয়ে ভয়াবহ। যেখানে একদিনেই নিহত হয়েছেন ১০৭ জন এবং আহত ১,৩৪২ জন। নিহতদের মধ্যে ৯৫ শতাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। মাত্র ৫ শতাংশ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

মন্ত্রী আরও জানান, আহতদের অনেকেই এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং যুদ্ধের পরিণতি সামাল দিতে ব্যাপক চিকিৎসা সহায়তা প্রয়োজন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন