ঈদের সকালে আকাশে থাকবে রোদের হাসি, না মেঘের আলিঙ্গন?
পবিত্র ঈদুল আজহার সকালে সূর্য উঠবে কি হাসিমুখে? নাকি ঝিরঝিরে বৃষ্টির ছোঁয়ায় জেগে উঠবে ঈদের শহর?
আকাশে মেঘের ভিড়, বাতাসে হালকা কাঁপুনি- ঈদের দিন বৃষ্টির সম্ভাবনার সঙ্গে সঙ্গে বাড়তে পারে গরমও। এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (০৩ জুন) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন শনিবার, যেদিন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, সেদিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় আগামী রোববার (০৮ জুন) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি অথবা বিদ্যুৎ চমকানো ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঈদের দিন (শনিবার) সারাদেশে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে গরম অনুভব হতে পারে বেশি।
বৃহস্পতিবার (০৫ জুন) ও শুক্রবার (০৬ জুন) এই দুই দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
এই সময়ও দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এসি//