আন্তর্জাতিক

বন্ডাই সৈকতের বীর আহমেদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া সাহসী মুসলিম ব্যক্তি আহমেদ আল-আহমেদের সঙ্গে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

গেল রোববার (১৪ ডিসেম্বর) বন্ডাই সৈকতে ইহুদি ধর্মাবলম্বীরা একটি ধর্মীয় উৎসব পালন করছিলেন। তখন দুই বন্দুকধারী গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করে।

এ সময় পাশ থেকে দৌড়ে গিয়ে এক বন্দুকধারীকে জাপটে ধরেন আহমেদ। । তার এই সাহসিকতার কারনে অনেক মানুষের প্রাণ রক্ষা পায়।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী আলবানিস বলেন, আহমেদের সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা।

 

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #অস্ট্রেলিয়ায় সিডনি #বন্ডাই সমুদ্র সৈকতে #অ্যান্থনি আলবানিজ