আর্কাইভ থেকে বাংলাদেশ

একদিনে সংক্রমণের নতুন রেকর্ড ৫৩৫৮, মৃতের সংখ্যা ছাড়ালো ৯ হাজার

একদিনে সংক্রমণের নতুন রেকর্ড ৫৩৫৮, মৃতের সংখ্যা ছাড়ালো ৯ হাজার

দেশে করোনায় প্রাণ গেলো আরও ৫২ জনের। যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৬ আগস্ট ৫৪ জন মারা যায়। এ নিয়ে করোনায় দেশে ৯ হাজার ৪৬ জনের প্রাণহানি হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৫৮ জন। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন।

আজ বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

গেল ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৯৩১ জনের। 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন #একদিনে #সংক্রমণের #নতুন #রেকর্ড #৫৩৫৮ #মৃতের #সংখ্যা #ছাড়ালো #৯ #হাজার