পাবনা জেলার চাটমোহরে ডিভোর্স দেয়ার কারণে ক্ষোভে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় কর্তব্যরত নার্স সুলতানা জাহান ডলিকে (৪৬) কুপিয়ে আহত করেছে তার সাবেক স্বামী। অভিযুক্ত আমিরুল ইসলাম উপজেলা পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নূর মোহাম্মদের পালিত ছেলে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত সাবেক স্বামী। গুরুতর আহতাবস্থায় ডলিকে চিকিৎসা দিয়ে চাটমোহর হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুলতানা জাহান ডলি জানান, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় সংসার। বিয়ের পর থেকে দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে পর পর দুই বার তাদের মধ্যে ডিভোর্স হয়। পরবর্তীতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও সংসার শুরু করেন।
প্রায় দুই মাস আগে সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন সুলতানা জাহান ডলি। ডিভোর্স এর জেরে সুলতানা জাহান ডলিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন আমিরুল ইসলাম-এমনটাই অভিযোগ ভুক্তভোগীর।
এরপর শুক্রবার সকালে নাইট ডিউটি শেষে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুলতানা জাহান ডলি। এ সময় আচমকা জরুরি বিভাগে ঢুকে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ডলির গলা, পেট, দুই হাতসহসহ শরীরের অসংখ্য জায়গায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন কবির জানান, আমি বিষয়টি শুনেছি। ওই নার্সের শারীরিক অবস্থা খুব একটা ভালো না,তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি গোলাম সরওয়ার হোসেন জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আই/এ