দেশজুড়ে

আবারও দেশে ভূমিকম্প

বায়ান্ন প্রতিবেদন

আবারও দেশে অনুভূত হলো ভূ-কম্পন। শুক্রবার (০৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে ভোলার মনপুরা উপজেলায় এই কম্পন অনুভূত হয়। এতে দ্বীপজুড়ে বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে।

হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালীন হঠাৎ করে পুরো মসজিদ কেঁপে ওঠে। এ সময় সেখানে উপস্থিত মুসল্লিরা স্পষ্টভাবে ভূমিকম্প অনুভব করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশসহ ভোলার মনপুরা এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।  এছাড়াও গত বছরের নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়, যা দেশবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভূ-কম্পন #ভোলা #মনপুরা #ভূমিকম্প