জাতীয়

ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা পুরোপুরি বন্ধ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেয়া পুরোপুরি বন্ধ করেছে বাংলাদেশ। বুধবার (০৭ জানুয়ারি) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ভারতীয় পর্যটকদের বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই।

এর আগে দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। কেবল কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে সীমিত পরিসরে এই সেবা চালু ছিল। তবে বুধবার থেকে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে ভারতের কোথাও থেকেই বাংলাদেশে আসার জন্য পর্যটক ভিসা পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির দূতাবাস আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বলে জানিয়েছে ভারত সরকার। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, পর্যটক ভিসা বন্ধ থাকলেও এমপ্লয়মেন্ট ভিসা (কর্মসূত্রে), বিজনেস ভিসা (ব্যবসায়িক কাজে) এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য ভিসা প্রদান কার্যক্রম চালু থাকবে।

সূত্র জানায়, এসব ভিসা বহুস্তরীয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ইস্যু করা হয়। ফলে কতজন, কী উদ্দেশ্যে, কোথায় যাচ্ছেন বা অবস্থান করছেন—সে সংক্রান্ত বিস্তারিত তথ্য কর্তৃপক্ষের কাছে থাকে। এতে নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলকভাবে সহজ হয়। তবে পর্যটকদের ক্ষেত্রে এই নজরদারি কঠিন হওয়ায় তাদের ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

অর্থাৎ, কাজ বা পেশাগত প্রয়োজনে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে আসতে পারলেও পর্যটন উদ্দেশ্যে আপাতত ভিসা দেওয়া হবে না। তবে ‘বিশেষ ক্ষেত্রে’ সাধারণ নাগরিকদের ভিসা দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাসের বিবেচনার ওপর নির্ভর করবে।

ভারতীয় পক্ষের ধারণা, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে—এমন আশঙ্কায় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতীয়দের পর্যটক ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছে ভারত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #ভারত #ভিসা #বন্ধ