দেশজুড়ে

খোকন চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা, ৩ জন গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- ডামুড্যার সোহাগ খান (২৭), রাব্বি মোল্লা (২১) ও পলাশ সরদার (২৫)।

রবিবার (৪ জানুয়ারি) সকালে র‍্যাব-১৪এর একটি দল কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করেছে। র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩১ ডিসেম্বর রাতে কেহরভাঙ্গা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন বাড়ির পৌঁছালে তিন-চার জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়

হামলাকারীদের মধ্যে কয়েকজনকে চিনে ফেলায় তারা খোকন দাসের শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানান, মৃত্যুর আগে খোকন দাস হামলাকারীদের মধ্যে কয়েকজনের নাম শনাক্ত করে বলে গেছেন। গ্রেপ্তারকৃতরা স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত এবং তারা মাদকাসক্ত

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খোকন