খেলাধুলা

ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে মেইল

ভারতের মাটিতে খেলবে না বাংলদেশ: বিসিবি

স্পোর্টস ডেস্ক

কট্টরপন্থী হিন্দুত্বিবাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন পরিস্থিতিতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরপত্তার শঙ্কায় দল পাঠাবে না বাংলাদেশ। 

রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে আইসিসিকে মেইল পাঠাইয়েছে বিসিবি।

এর আগে ভারতীয় বোর্ডের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। এ ব্যাপারে গতকাল কঠোর বার্তা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। 

তিনি বলেছিলেন, ‘যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা নেই, সেখানে গোটা দল নিরাপদ বোধ করতে পারে না।’ 

উল্লেখ্য, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের সব ম্যাচ আগেই শ্রীলঙ্কায় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশও এখন একই দাবি তুলেছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আইপিএল #মোস্তাফিজুর রহমান #বিসিসিআই #ভারত