জাতীয়

আইপিএলের সম্প্রচার বন্ধের পদক্ষেপ নিয়ে তথ্য উপদেষ্টার মন্তব্য

বায়ান্ন প্রতিবেদন

আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাব দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ প্রস্তাবের প্রেক্ষিতে সরকারের অবস্থান জানতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা।

রোববার (০৪ জানুয়ারি) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে প্রশ্ন করা হয় তাকে।

জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খেলাকে যদি খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখা যেত, তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, অন্যান্য সময় আমরা কী বলি? দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও—যে কোনো দুটি দেশ, আমি বাংলাদেশ-ভারত, বাংলাদেশ-নেপাল এরকম বলছি না, ভারত-নেপাল, ভারত-মালদ্বীপ—এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও—বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা, এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা (মুস্তাফিজকে বাদ দেয়া) করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরে, তাকে রাজনৈতিক যুক্তিতে...যেটা আমরা পত্র-পত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে, ওকে নেয়া হবে না। তো এরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে। তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়।

রিজওয়ান হাসান বলেন, সেরকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি। এটি করার পরে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করবো।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আইপিএল #মুস্তাফিজুর রহমান #তথ্য ও সম্প্রচার উপদেষ্টা #সৈয়দা রিজওয়ানা হাসান