কানাডায় বসবাসকারী প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক সেদেশে বসবাসের বৈধতা হারানোর আশঙ্কায় পড়েছেন। ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়া এবং নতুন ভিসা বা স্থায়ী বসবাসের সুযোগ সংকুচিত হওয়াতে এমন হতে পারে।
অভিবাসন বিশেষজ্ঞ জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ১০ লাখের বেশি মানুষের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। ২০২৬ সালের মধ্যে আরও প্রায় ৯ লাখ পারমিটের মেয়াদ শেষ হবে।
এর ফলে ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ কানাডায় প্রায় ২০ লাখ মানুষ অনিয়মিত হয়ে পড়তে পারেন। তাদের অর্ধেকই ভারতীয় নাগরিক। কানাডা সরকারের সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতি এই সংকটকে আরও তীব্র করেছে।
এমন পরিস্থিতির প্রতিবাদে বিভিন্ন অধিকার সংগঠন অভিবাসন নীতি সংস্কারের দাবীতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে।
এসএইচ//