জাতীয়

বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম। তিনি জানান, সর্বশেষ বোর্ড সভায় বোয়িং থেকে বিমান কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর অংশ হিসেবে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই প্রতিশ্রুতির আলোকে যাচাই-বাছাই শেষে বিমান কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে।

বিমান সূত্রে জানা যায়, গেল ২৪ নভেম্বর বোয়িং আনুষ্ঠানিকভাবে বিমান বিক্রি ও সরবরাহ সংক্রান্ত একটি বিস্তারিত প্রস্তাব পাঠায়। প্রস্তাব অনুযায়ী, এই ১৪টি উড়োজাহাজের মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ মডেলের বিমান।

বিমান কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। এরপর ধাপে ধাপে নতুন উড়োজাহাজ সরবরাহ শুরু করবে বোয়িং।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বোয়িং #নতুন উড়োজাহাজ কেনা #বিমান বাংলাদেশ এয়ারলাইন্স