বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শুরু হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হচ্ছে। জানাজায় ইমমতি করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিম।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জানাজার নামাজ শুরু হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান উপস্থিত রয়েছে।
এছাড়া রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিজয় সরণি ছাড়িয়ে আগারগাঁও পর্যন্ত বিস্তৃত হয়েছে মানুষের স্রোত।
জানাজা শেষে দুপুর সাড়ে তিনটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে।
বিস্তারিত আসছে...