রাজনীতি

দেড় যুগ পর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে তারেক রহমান

ছবি: সংগৃহীত

প্রায় দেড় দশক পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার গাড়িবহর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে নেতাকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে এলাকা।

এর আগে দুপুরে গুলশানের বাসা থেকে যাত্রা শুরু করেন তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়। এ সময় নিরাপত্তাজনিত কারণে সীমিতসংখ্যক বিএনপির জ্যেষ্ঠ নেতা কার্যালয়ে প্রবেশের অনুমতি পান।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কার্যালয় ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কার্যালয়ের সামনে র‍্যাবের ডগ স্কোয়াড মোতায়েন ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার এই সফরকে ঘিরে নয়াপল্টন কার্যালয়সংলগ্ন এলাকাজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সাজানো হয় চারপাশ। নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #তারেক রহমান