আবহাওয়া

বায়ু দূষণে শীর্ষে দিল্লি, ৪র্থ স্থানে ঢাকা

রাজধানী ঢাকার আকাশ আজ ধোঁয়াশা ও দূষণে ঢেকে গেছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বায়ুদূষণে বিশ্বের চতুর্থ স্থানে উঠে এসেছে ঢাকা। বর্তমানে ঢাকার বায়ুর মান স্কোর ২০৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

তালিকায় ৩৩৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। সেখানে বায়ুর মান পৌঁছেছে ‘বিপজ্জনক’ পর্যায়ে, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্থানের কাবুল ও ভারতের কলকাতা। 

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, আইকিউএয়ার সূচকে ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। এই পর্যায়ে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য বাইরে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর স্কোর ৩০১ ছাড়ালে সেটিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়—যে অবস্থায় বর্তমানে রয়েছে দিল্লি। তুলনামূলকভাবে শূন্য থেকে ৫০ স্কোরের বাতাসকেই কেবল ‘ভালো’ বলা যায়।

বায়ুদূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি পরিবেশ উপদেষ্টার পক্ষ থেকে একটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালি নিয়ন্ত্রণে কার্যকর ও কঠোর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

বিশেষ করে শীতকালে কুয়াশার সঙ্গে ধোঁয়াশা মিশে তৈরি হওয়া এই বিষাক্ত বাতাস নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ঢাকা #বায়ুর মান