রাজনীতি

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী বদল

চট্টগ্রামের দুই সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপিপাশাপাশি একটি আসনে নতুন প্রার্থী দিয়েছে দলটি

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন,দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসন থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।

গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও চট্টগ্রাম-১০ আসনে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে চট্টগ্রাম-১১ আসনে এতদিন কাউকে মনোনয়ন দেয়নি দলটিওই আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নাজিমুর রহমান মনোনয়নপ্রত্যাশী ছিলেন

প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত বদলের দাবিতে আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ওই ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী কয়েকজন নেতাকর্মীকে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কারও করা হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #চট্টগ্রাম