মাত্র দুই সেকেন্ডের মধ্যে একটি ট্রেনকে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিতে ত্বরান্বিত করেছেন চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকরা।
এই ট্রেনের এত বেশী দ্রুতগতি যে, কিছু বুঝে ওঠার আগেই ট্রেন চোখের আড়ালে চলে যায়। ট্রেনটি নিরাপদে থামানো হয়েছে। দেশটির দ্রুততম ম্যাগলেভ ট্রেনের মাধ্যমে এই পরীক্ষা করা হয়। ট্রেনটির ওজন প্রায় এক টন।
সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, পরীক্ষার এই গতি একটি নতুন 'বৈশ্বিক মানদণ্ড' স্থাপন করেছে। এটিকে এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম সুপারকন্ডাক্টিং বৈদ্যুতিক ম্যাগলেভ ট্রেন বলা যায়।
এসএইচ//