আন্তর্জাতিক

ট্রাম্প ব্যর্থ, ইউরোপের নেতৃত্বে ফ্রিডরিখ মের্ৎস

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হওয়ায় হতাশ ইউরোপের নেতারা। এখন ইউরোপ নিজেই পদক্ষেপ নিচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইউরোপের নতুন নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

গেল আগস্টে গঠিত জাতীয় নিরাপত্তা পরিষদ-এর নেতৃত্ব নেয়া ফ্রিডরিখ ইউরোপের প্রতিরক্ষা ও ইউক্রেন শান্তি আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করছেন। ডিসেম্বর মাসে ফ্রিডরিখের উদ্যোগে ইউরোপের দেশগুলো রাশিয়ার জব্দ করা ইউরোক্লিয়ার সম্পদ থেকে ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ প্রদানের সিদ্ধান্ত নেয়।

পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে ২০২৯ সালের মধ্যে ৩৭৮ বিলিয়ন ইউরো বরাদ্দের পরিকল্পনা করেছে জার্মানী। 

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া-ইউক্রেন যুদ্ধ #ডোনাল্ড ট্রাম্প #জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস