আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে একটি জনাকীর্ণ মসজিদে বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। স্থানীয় পুলিশ মুখপাত্র নাহুম দাসো এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেল সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বর্নোর রাজধানী মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকার একটি মসজিদে নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মাইদুগুরি দীর্ঘদিন ধরেই জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএস-পশ্চিম আফ্রিকার তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে শহরটি তুলনামূলক শান্ত থাকলেও এই হামলাকে ২০২১ সালের পর সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নাইজেরিয়া #বর্নো প্রদেশে #মসজিদে বোমা বিস্ফোরণে #পাঁচজন নিহত