আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করার পরিকল্পনা করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব তথ্য জানান।
হিরো আলম জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এজন্য তিনি জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তা ও একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) প্রাপ্য হিসেবে আবেদন করবেন।
তিনি আরও জানান, নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ার পাশাপাশি তাকে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও প্রার্থী হওয়ার প্রস্তাব দেয়া হচ্ছে। এখন পর্যন্ত যে চারটি দল থেকে প্রস্তাব এসেছে তারা হলো: গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি।
কোন দলের হয়ে নির্বাচন করতে চান এমন প্রশ্নের উত্তরে হিরো আলম জানিয়েছেন, কোন দল থেকে প্রার্থী হবেন তা তিনি সময়মতো ঘোষণা করবেন।
হিরো আলম ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন
এসএইচ//