ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও সংগঠনের ঘোষিত দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সংগঠনটি জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ফেসবুক পোস্টে বলা হয়, ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি ও সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির একটিও এখন পর্যন্ত মানা হয়নি। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী স্বরাষ্ট্র উপদেষ্টা (প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী) জনসম্মুখে এসে হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
পোস্টে আরও অভিযোগ করা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়নি এবং এসব সংস্থায় সক্রিয় আওয়ামী দোসরদের গ্রেপ্তারেও কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। বরং অতিরিক্ত আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকে তুচ্ছ ও গুরুত্বহীনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
এই প্রেক্ষাপটে আগামীর কর্মসূচি ও নতুন দাবিসমূহ ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে বলে জানায় ইনকিলাব মঞ্চ।
এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর) ওসমান হাদির জানাজার আগে বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল—হত্যাকাণ্ডে জড়িত খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের অবিলম্বে আইনের আওতায় আনা এবং ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জনতার সামনে এসে গত এক সপ্তাহে গৃহীত পদক্ষেপের ব্যাখ্যা দেওয়া।
তিনি আরও দাবি করেন, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থায় গোপনে অবস্থানরত আওয়ামী দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণাকালে গত ১২ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলি লাগায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।
এমএ//