বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফিরবেন তিনি। তার সঙ্গে ঢাকায় আসতে পারেন তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
গুলশান এভিনিউয়ের ওই বাসভবনের সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে। বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া, সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে ছোট গেটের পরিবর্তে বড় গেট বসানো হয়েছে। ভেতরে সামান্য কিছু কাজ এখনও চলমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ১৯৬ নম্বর বাড়ি পুরোপুরি প্রস্তুত না হলে তারেক রহমান সাময়িকভাবে পাশের ‘ফিরোজা’ বাসভবনে উঠবেন। দেশে ফিরে তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। ওই কার্যালয়ের নিরাপত্তা ও সংস্কারকাজও প্রায় শেষ।
দলীয় সূত্র জানায়, স্থানীয় সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকায় পৌঁছাতে পারেন।
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি হতে পারে বলে জানিয়েছে বিএনপি। এরই মধ্যে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় অবস্থান করছেন।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘদিন তিনি দেশের বাইরে রয়েছেন।
এআর//