দেশজুড়ে

হাদির বাড়িতে চুরি

ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটিতে এই ঘটনা ঘটে। 

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি গেছে তা এখনও জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ এসেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের নিচ দিয়ে বের হয়ে গেছে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাদি #ওসমান হাদি #হাদির ওপর হামলা #ঢাকা ৮