বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। পরিস্থিতি অনুযায়ী তাকে বিদেশেও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ডা. জাহিদ বলেন, গেল শুক্রবার মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেয় এবং একই সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার মতো স্থিতিশীল ছিল না। তাই শেষ পর্যন্ত তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, মেডিকেল বোর্ড দিনরাত চেষ্টা করছে যাতে খালেদা জিয়া সর্বোচ্চ চিকিৎসা পান। তিনি আরও বলেন, ‘বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে তার অবস্থার উন্নতি হলে বিদেশে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আমরা আশা করছি।‘
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব সম্পর্কে সতর্ক করে ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়ার মতো গুরুত্বপূর্ণ একজন নেত্রীকে নিয়ে ভুল তথ্য ছড়ানো ঠিক নয়। তিনি আইসিইউতে আছেন এবং সংকটাপন্ন অবস্থার জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডা. জাহিদ আরও বলেন, আমরা আশ্বস্ত করতে চাই খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি আগের মতোই সেটি গ্রহণ করতে পারছেন এবং তিনি সত্যিকার অর্থে রেসপন্স করছেন।
এমএ//