আন্তর্জাতিক

ভারতের চাল আমদানিতে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের চাল, কানাডীয় সারসহ কিছু কৃষিপণ্য আমদানিতে নতুন করে শুল্ক আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার (০৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স, কৃষিপ্রধান রাজ্যগুলোর আইনপ্রণেতা ও কৃষকদের সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট একই সঙ্গে আভাস দেন, কানাডা থেকে আমদানি করা সারের ওপরও তিনি শুল্ক আরোপ করতে পারেন। যাতে দেশে সারের উৎপাদন বাড়ানো যায়।

 ট্রাম্প বলেন, ‘সারের একটা বড় অংশ কানাডা থেকে আসে। তাই প্রয়োজনে সেগুলোর ওপর খুব কঠোর শুল্ক আরোপ করা হবে।’

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারতের চাল #কানাডীয় সার #কৃষিপণ্য আমদানি #ডোনাল্ড ট্রাম্প #শুল্ক আরোপ