আইন-বিচার

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই মামলা : শিশির মনির

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই কয়েকজন আইনজীবী  অতি উৎসাহী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেছেন বলে মন্তব্য করেছেন, সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির

রোববার (৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, আজ ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী।

তিনি বলেন, আইনের আশ্রয়লাভের সুযোগ সবারই আছে মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই  আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এই বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।

এর আগে রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠবলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আজ ঢাকার আদালতে মামলার আবেদন করেন আইনজীবী রিদওয়ান হোসেন রবিন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শিশির মনির