আইন-বিচার

গুম ও নির্যাতনের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর

গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন করা হবে কি না—সে বিষয়ে শুনানি শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (০৭ ডিসেম্বর) দুপুরের পর ট্রাইব্যুনাল-১ এ শুনানি শুরু হলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের আবেদন করেন। তিনি দাবি করেন, এসব ঘটনার পেছনে সরাসরি নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে আরও ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় গ্রেপ্তার থাকা তিন সেনা কর্মকর্তাকে এদিন সকালে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজিরকৃত সেনা সদস্যরা হলেন— ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

এছাড়া মামলার পলাতক আসামিদের তালিকায় আছেন শেখ হাসিনা ও তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলমসহ আরও কয়েকজন অবসরপ্রাপ্ত ও কর্মরত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

এর আগে গেল ২৩ নভেম্বর আজকের দিনে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়। তখনই পলাতকদের পক্ষে রাষ্ট্রীয় ডিফেন্স নিয়োগ করা হয়। শেখ হাসিনার পক্ষে স্বেচ্ছায় লড়তে চাইলেও শারীরিক অসুস্থতার কারণে জেডআই খান পান্না দায়িত্ব থেকে সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত হন মো. আমির হোসেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #চিফ প্রসিকিউটর #মোহাম্মদ তাজুল ইসলাম