অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও থ্রেডস অ্যাকাউন্ট বাতিল করা শুরু করেছে মেটা। সরকারের নতুন সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা ১০ ডিসেম্বর কার্যকর হওয়ার এক সপ্তাহ আগেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
এই নিয়ম অনুযায়ী, ১৩-১৫ বছর বয়সি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ হবে। তারা চাইলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার আগে তাদের তথ্য ডাউনলোড করে রাখতে পারবে। ভুলভাবে বয়স কম ধরা হলে ‘ভিডিও সেলফি’ বা পরিচয়পত্র দিয়ে আপিল করা যাবে।
বিশ্বে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আইনি নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া। মেটার তিন প্ল্যাটফর্ম ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় থাকবে ইউটিউব, এক্স, টিকটক, স্ন্যাপচ্যাট, রেডিট, কিক এবং টুইচ। আইন লঙ্ঘন করলে প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার জরিমানা দিতে হতে পারে।
সরকার বলছে, শিশুদের ক্ষতিকর কনটেন্ট ও সাইবার বুলিং থেকে রক্ষা করাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য। সরকারি এক গবেষণায় দেখা গেছে, ১০ থেকে ১৫ বছর বয়সী অস্ট্রেলীয় শিশুদের ৯৬ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এবং তাদের ৭০ শতাংশই ক্ষতিকর কনটেন্ট; যেমন নারী বিদ্বেষী ও সহিংস বিষয়বস্তু এবং আত্মহননের প্রচারণামূলক কনটেন্ট দেখেছে।
গবেষণায় আরও জানা গেছে, প্রায় প্রতি সাতজনের একজন প্রাপ্তবয়স্ক বা বড়দের দ্বারা গ্রুমিং ধরনের আচরণের শিকার হয়েছে। অর্ধেকেরও বেশি শিশুরা সাইবার বুলিংয়ের অভিজ্ঞতা জানিয়েছে।
এসএইচ//