প্রবাস

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি হটলাইন চালু

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ।  ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা বাংলাদেশি পর্যটকদের বিষয়ে কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন গভীরভাবে উদ্বেগ্ন প্রকাশ করে জরুরি হটলাইন নাম্বার চালু করেছে

শুক্রবার (২৮ নভেম্বর) এক জরুরি বার্তায় এ তথ্য জানায় কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।

জরুরি বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ হাইকমিশন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সব বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।

কোনও বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হনআপনার আবাসস্থল কিংবা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোনও জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করুনজরুরি হটলাইন: +94 71 760 6394, +94 71 368 0461

এতে বলা হয়, আমরা বাংলাদেশি পর্যটকসহ সবাইকে অনুরোধ করছিঅনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল বা ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন, এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শ্রীলঙ্কা